Sunday, August 24, 2025
HomeScrollবঙ্গীয় হিন্দু মহামঞ্চের উদ্যোগে নাম বদল, উত্তেজনা বিশ্বাস কলোনিতে

বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উদ্যোগে নাম বদল, উত্তেজনা বিশ্বাস কলোনিতে

কলকাতা: শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়া ব্লকের বিশ্বাস কলোনিতে মোড়ের নাম পরিবর্তনকে কেন্দ্র করে সৃষ্টি হল তীব্র উত্তেজনা। লোকমুখে ‘পাকিস্তান মোড়’ (Pakistan More নামে পরিচিত এক মোড়ের নাম পরিবর্তন করে ‘ভারত মাতা মোড়’ রাখায় প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রশাসনিক অনুমতি ও পঞ্চায়েতকে না জানিয়েই বঙ্গীয় হিন্দু মহামঞ্চ নিজেরা এই নাম পরিবর্তনের পদক্ষেপ নেয়।

আরও পড়ুন: ‘শকুনি মামা দয়া করে হবেন না’, মুর্শিদাবাদে কাকে তোপ মমতার?

প্রসঙ্গত, বিশ্বাস কলোনির ওই মোড়টি দীর্ঘদিন ধরেই ‘পাকিস্তান মোড়’ নামে পরিচিত ছিল। যদিও পরবর্তী সময়ে স্থানীয়দের একাংশ সেটিকে ‘বিশ্বাস মোড়’ নামে ডাকতে শুরু করেন। তবে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের অভিযোগ, এখনও ওই মোড়টি ‘পাকিস্তান মোড়’ নামেই পরিচিত এবং ব্যবহৃত হচ্ছে, যা দেশবিরোধী মনোভাবকে প্রশ্রয় দিচ্ছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার মহামঞ্চের কর্মীরা ওই মোড়ে জমায়েত হন। তাঁরা জাতীয় সংগীত পরিবেশন করে মোড়টিতে ‘ভারত মাতা মোড়’ লেখা একটি পোস্টার লাগিয়ে দেন।

এরপরেই শুরু হয় বিতর্ক। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই আচরণের বিরোধিতা করেন এবং অভিযোগ তোলেন, প্রশাসনিক অনুমতি না নিয়ে একতরফা ভাবে নাম পরিবর্তন করা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও এই পদক্ষেপের বিরুদ্ধে মুখ খোলেন। যদিও তাঁরা মোড়ের নতুন নামকরণ নিয়ে সরাসরি আপত্তি না জানালেও, পুরো প্রক্রিয়া যে নিয়মবহির্ভূতভাবে হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে।

দেখুন আরও খবর:

Siliguri, district news, Local News, Local News Update

Read More

Latest News